বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

মসিকের ডেঙ্গু প্রতিরোধে স্কুলভিত্তিক সচেতনতা সেমিনার 

ময়মনসিংহ প্রতিনিধি

মসিকের ডেঙ্গু প্রতিরোধে স্কুলভিত্তিক সচেতনতা সেমিনার 

নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে ও ময়মনসিংহ জিলা স্কুল মিলনায়তনে সচেতনতা সেমিনার  পরিচালনার মাধ্যমে মঙ্গলবার (১১ জুলাই) কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু। 

ময়মনসিংহ জিলা স্কুল মিলনায়তনে আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধের উপায় ও ডেঙ্গু হলে করণীয় সম্পর্কে শিশুদের সচেতন করা হলে একটি ডেঙ্গু সচেতন সমাজ গড়ে উঠবে। এ লক্ষ্যেই আমরা স্কুলে স্কুলে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছি। এ শিশুরা সচেতনতার দূত হয়ে ডেঙ্গু সম্পর্কে নিজের পরিবারকে আরও সচেতনতা করবে।

এ সময় মেয়র ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা বাড়ি আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য এবং বাসার কোথাও পানি জমে থাকলে দায়িত্ব নিয়ে তা অপসারণের এবং পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত শিশুদের আহবান জানান।

 মেয়র জানান, যদিও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় এখনও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়নি তারপরও দেশে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী পরিস্থিতি যতদিন বিরাজ করবে ততদিন স্কুলভিত্তিক সচেতনতা ক্যাম্পেইন ও ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।

ক্যাম্পেইন সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী। এ সময় ওয়ার্ড কাউন্সিল নিয়াজ মোর্শেদ, শীতল সরকার, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু ও  হামিদা পারভীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. আসামাউল ইসলাম রুপা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

টিএইচ